ভোক্তা স্বার্থ সুরক্ষায় ২০২৩-২০২৪ অর্থবছরে পটুয়াখালী জেলা কার্যালয় কর্তৃক জেলা সদর, উপজেলা সদর এবং ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন হাট বাজার ও কল-কারখানায় ১৮৩ টি বাজার তদারকি অভিযানের মাধ্যমে ভোক্তা- অধিকার লঙ্ঘনের অপরাধে ৮০৭ টি ব্যবসা প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ৩৪,৮৬,০০০/- টাকা জরিমানা আরোপ করা হয় এবং জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়। ভোক্তাদের নিকট থেকে প্রাপ্ত ২৩ টি লিখিত অভিযোগ নিষ্পত্তি করা হয়। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৫ টি সচেতনতামূলক সভা করা হয়। এছাড়াও বিভিন্ন ব্যবসায়ী সমিতি, হাট-বাজার এবং শিক্ষা প্রতিষ্ঠানে নাগরিকদের মাঝে ১১০০০ টি লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়। জেলা ও উপজেলা পর্যায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আলোকে ১৮ টি সেমিনার আয়োজন করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS